৬০ দরিদ্র নারীকে সেলাই মেশিন দিলেন ঢাকার জেলা প্রশাসক
Published:
2023-07-20 07:33:27 BdST
Update:
2025-03-24 03:11:53 BdST

ঢাকা জেলা প্রশাসনের সহায়তায় ৬০ জন দরিদ্র নারীকে সেলাই মেশিন হস্তান্তর করা হয়েছে। এছাড়া এক হাজার ২০০ জন ছিন্নমূল মানুষকে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকালে রাজধানীর বাড্ডা থানার ডেইলি টেন স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহম্মদ মমিনুর রহমান তার মানবিক কাজের ধারাবাহিকতায় এসব সেলাই মেশিন হস্তান্তর করেন। একই দিনে ‘ভালো কাজের হোটেলে’র উদ্যোগে তেজগাঁও সাতরাস্তা রোড এলাকায় এক হাজার ২০০ জন ছিন্নমূল মানুষকে দুপুরের খাবার বিতরণ করেন তিনি
জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, এ সমাজে যারা অন্যদের নিয়ে ভাবেন, কাজ করেন, তাদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। ‘ভালো কাজের হোটেল’র সব ভালো উদ্যোগের সঙ্গে আছি। মানুষের দুঃখ লাঘবে আমরা বদ্ধপরিকর।
Topic:

গরু ছাগল পালন শিখতে বিদেশে যাবেন ১ হাজার ১২৫ কর্মকর্তা,

ব্যানার ফেস্টুন থাকলেও, দেশের দু:সময় জনগনের পাশে নেই তারা !

এসপির ত্রিমুখী নিশ্ছিদ্র ছকেই খুন হয় মেজর সিনহা!

দখল চাঁদাবাজিতে বেপরোয়া "মোল্লা পরিবার"

শত্রুসমৃদ্ধ ‘মোল্লা লীগের’ শাসনের অবসান চায় ঢাকা-৫ আসনের জনগন

Leave your comment here: