Dhaka Thursday, April 3, 2025

গাজীপুরে ২ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


Published:
2020-09-03 21:23:23 BdST

Update:
2025-04-03 03:12:56 BdST

গাজীপুর মহানগরীর পূর্ব থানাধীন টংগী রেলস্টেশনের উত্তরপূর্ব পার্শ্ব কেরানীরটেক (বটতলা) আলমগীরের চায়ের দোকানের সামনে থেকে গাজা বিক্রির অপরাধে হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৮ এর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)। এসময় তাঁর কাছে প্রায় দুই কেজি গাঁজা পাওয়া যায়।

 আজ সোমবার ভোরে আনুমানিক রাত ২ ঘটিকার সময় সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা'র নেতৃত্বে ফোর্সসহ  মাদক বিরোধী অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি হলেন, মোঃ সোহেল (২৮), তার পিতার নাম আব্দুর রাজ্জাক ঢাকা জেলার নবাবগঞ্জে আগলা খান হাটি তার গ্রামের বাড়ি।
পরবর্তী তাকে থানা সোপর্দা করে এস আই শওকত হোসেন বাদী হয়ে গাজীপুর মহানগরীর টংগী পূর্ব থানায় মামলা করেন।



Topic:


Leave your comment here:


Most Popular News
Top