রাজধানীর খিলক্ষেত থেকে বিদেশী মদ ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
Published:
2020-09-07 07:13:05 BdST
Update:
2025-04-02 04:29:42 BdST

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে বিদেশী মদ ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ( এপিবিএন)।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার জনাব সুমন কুমার সাহা'র নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) দেলোয়ার হোসেনের ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় ০৩ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিয়ারসহ উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানা যায়, ঢাকা মহানগরীর খিলক্ষেত থানাধীন লি মেরিডিয়ান হোটেলের পাশে সিটি জেনারেল হাসপাতালের সামনে আসামী সৈয়দ লিয়াকত আলী (৪৯) নামে একজনকে ৩ বোতল বিদেশি মদ ও ২৪ ক্যান বিয়ারসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তী এসআই (নিঃ) মোঃ শাখাওয়াত হোসেন বাদী হয়ে ঢাকা মহানগরীর খিলক্ষেত মামলা করেনমামলা নং-১০ তারিখঃ ০৭/০৯/২০২০ খ্রিঃ।
Topic:

গরু ছাগল পালন শিখতে বিদেশে যাবেন ১ হাজার ১২৫ কর্মকর্তা,

ব্যানার ফেস্টুন থাকলেও, দেশের দু:সময় জনগনের পাশে নেই তারা !

এসপির ত্রিমুখী নিশ্ছিদ্র ছকেই খুন হয় মেজর সিনহা!

দখল চাঁদাবাজিতে বেপরোয়া "মোল্লা পরিবার"

শত্রুসমৃদ্ধ ‘মোল্লা লীগের’ শাসনের অবসান চায় ঢাকা-৫ আসনের জনগন

Leave your comment here: