ঈদ যাত্রা নিরবিচ্ছিন্ন করতে ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা
Published:
2023-07-03 07:10:29 BdST
Update:
2024-12-13 15:43:21 BdST
সড়কে শৃঙ্খলা ফিরাতে ড্রাইভিং লাইসেন্স বিহীন যানবাহন চলাচল বন্ধে অতিরিক্ত ভাড়া ও বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করতে ঢাকার কেরাণীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে । কেরাণীগঞ্জ উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ইকুরিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ১২টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (১জুলাই) বিকেলে কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট আমেনা মারজান এর নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, মহাসড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চলাচল বন্ধে। বিকেলে উপজেলার ইকুরিয়া হাসনাবাদ এলাকায় মহাসড়কে ভ্রামমাণ আদালত পরিচালনা করে ১২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ।
Topic:
Leave your comment here: