মিরপুরে ৩০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
Published:
2023-06-16 18:04:29 BdST
Update:
2024-12-13 14:26:52 BdST
ঢাকার মিরপুর রাজস্ব সার্কেলের আওতাধীন ধউর মৌজার সরকারি ১২টি দাগের ১ দশমিক ৪৭৭ একর বা প্রায় ৯০ কাঠা ভূমি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বর্তমানে ওই জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ঢাকার আওতাধীন ধউর ভূমি অফিসের ধউর মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের ১.৪৭৭ একর জমি অবৈধভাবে দখলে রেখেছিল মিশন হাউজিং কোম্পানি এবং স্থানীয় এক ব্যক্তি। বৃহস্পতিবার এগুলো উদ্ধার করা হয়।
ঢাকা জেলার প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনায় মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রোববার অভিযান চালিয়ে জমিগুলো ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়েছেন।
ওই জমি সি এস/এস এ- ১৭৬, আর এস- ৫০৫ এবং ঢাকা মহানগর জরিপের রূপান্তরিত ১২২১ নং দাগে জমির পরিমান ০.০৭২০ একর, ১২২২ নং দাগে জমির পরিমান ০.০১৭৬ একর, ১২৩২ নং দাগে জমির পরিমান ০.০৫৪৪ একর, ১২৩৬ নং দাগে জমির পরিমান ০.১৯২৩ একর, ১২৭২ নং দাগে জমির পরিমান ০.৩১৩২ একর, ১২৭৪ নং দাগে জমির পরিমান ০.২৫৭৪ একর, ১২৮২ নং দাগে জমির পরিমান ০.০২৮৪ একর, ১২৮৩ নং দাগে জমির পরিমান ০.০৯৪৪ একর, ১২৮৪ নং দাগে জমির পরিমান ০.১১২২ একর, ১২৮৭ নং দাগে জমির পরিমান ০.০১৫৪ একর, ১২৮৮ নং দাগে জমির পরিমান ০.০৫৭২ একর এবং ১২৯০ নং দাগে জমির পরিমান ০.১৯৩২ একর।
১২টি দাগে মোট জমির পরিমান- ১.৪৭৭ একর। এই ভূমির বর্তমান আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা।
Topic:
Leave your comment here: