Dhaka Monday, December 11, 2023


৫৩ কাঠা সরকারি জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন


Published:
2023-06-23 05:58:34 BdST

Update:
2023-12-11 22:42:49 BdST

৫৩ কাঠা সরকারি জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

সাভারের পানপাড়া মৌজায় ৮৮ শতক বা প্রায় ৫৩ কাঠা খাসজমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলার সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে জমিটি উদ্ধার করে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএস ১নং খতিয়ানভুক্ত আরএস ১৮৩ দাগে ১২ শতাংশ, আরএস ১৮৪ দাগে ৪৬ শতাংশ, আরএস ১৮৫ দাগে ১০ শতাংশ, আরএস ১৭৬ দাগে ২০ শতাংশ অর্থাৎ মোট চারটি দাগে ৮৮ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার জমি প্রতি শতাংশ জমির আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।



Topic:


Leave your comment here:


Most Popular News
Top