ভিপি নুরুর অর্থ আত্মসাৎসহ নানান কেলেংকারী নিয়ে মুখ খুললেন মামুন
Published:
2020-10-16 17:13:28 BdST
Update:
2025-01-13 19:29:10 BdST
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের বিরুদ্ধে অর্থিক কেলেংকারী অনিয়ম নিয়ে মুখ খুললেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের (ছাত্র অধিকার পরিষদ) আহ্বায়ক হাসান আল মামুন।
তিনি এক পোস্টে বলেন,আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পর আইডি টা উদ্ধার করতে পেরেছি। কখনো ভাবিনি আমার পরিচিত কেউ আমার আইডি হ্যাক করবে।
মানুষের ইমোশন কে ব্যবহার করে নিজের পকেট ভারি করা নুরুল হক নুর এর অপকর্ম অনেক দিন ধরে বলবো ভাবছি কিন্তু বলা হয়নি। বিভিন্ন মাধ্যম থেকে আশা অর্থ আত্মসাৎ, সাধারণ ছাত্রদের অধিকার এর সাইনবোর্ড লাগিয়ে নিজের পকেট ভারী ও আমার নেতৃত্বে গড়ে তোলা সাধারণ ছাত্র অধিকার পরিষদ এর ট্যাগ লাগিয়ে নুরু ভিপি বনে গিয়ে আমাকে ও সাইড করে দিয়েছিলো।
নুরুকে বের করে দিয়ে ছাত্র অধিকার পরিষদ এর কলঙ্ক মোচন ও অনেক দিনের অনিয়ম এর অবসান হওয়ায় এবং ছাত্র অধিকার পরিষদ জন্য শুভকামনা।
আগামীতে এমন ভাওতা বাজিতে সাধারণ ছাত্র দের বিভ্রান্ত না হবার আহবান রইলো।
এবিষয়ে যোগাযোগ করা হলে মামুনের মোবাইল বন্ধ পাওয়া যায়।
Topic:
Leave your comment here: